Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Vastu Shastra

Vastu Shastra: বাস্তুদোষ কাটানোর জন্য বাড়িতে ছবির ব্যবহার করুন এই ভাবে

বাস্তু দোষের কারণে আমাদের নানা জটিলতায় পড়তে হয়। তাই সব সময় ঘরে বাস্তু মেনে তবেই ছবি লাগাতে হয়।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ০৮:২৩
Share: Save:

আমরা যে যার সামর্থ্য অনুযায়ী বাড়ি সাজানোর জন্য ছবি ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ঘরের যে কোনও অংশে যে কোনও ছবি লাগানো যায় না, এতে প্রবল বাস্তুদোষ সৃষ্টি হয়। সেই বাস্তু দোষের কারণে আমাদের নানা জটিলতায় পড়তে হয়। তাই সব সময় ঘরে বাস্তু মেনে তবেই ছবি লাগাতে হয়।

বাস্তু অনুযায়ী কোন দিকে কেমন ছবি লাগানো উচিত—

• অনেকেই বাড়ির ঠাকুরের ছবির সঙ্গে বাড়ির প্রয়াত গুরুজনদের ছবি রাখেন। এ রকম করা যাবে না।

• বাড়ির ঈশান কোণে যদি বাথরুম থাকে, তা হলে তার দরজায় বাঘ শিকার করছে— এমন ছবি লাগাতে হবে।

• বাড়ির অগ্নিকোণে যদি বেডরুম হয় তা হলে সমুদ্রের তলদেশের ছবি রাখতে হবে।

• শিশুর পড়ার ঘরে ময়ূর, কলম, হাঁস, মাছ, বই, বীণা প্রভৃতির ছবি লাগাতে হবে। এ ছাড়া খোলা আকাশ, প্রশস্ত সমুদ্র, চাঁদ, সবুজ গাছের ছবি লাগালে শুভ।

• বাড়ির আশেপাশে যদি কোনও মন্দির থাকে, তা হলে বাড়ির সদর দরজায় সেই মন্দিরের বিগ্রহের ছবি লাগান।

• দম্পতির ঘরে হিমালয়, কৃষ্ণলীলার ছবি এবং বাঁশি, শাঁখ ইত্যাদি জিনিসের ছবি লাগাতে হবে।

• ব্যবসার জায়গায় কখনও দুঃখী ব্যক্তি, শূকর, সাপ, পেঁচা, শিয়াল, খরগোশ ইত্যাদির ছবি লাগানো যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE