Advertisement
০৭ মে ২০২৪

লগ্ন কালসর্প যোগ কী এবং তার ফলাফল (প্রথম পর্ব)

দেখে নেওয়া যাক লগ্ন কালসর্প যোগের প্রভাবে জাতক/জাতিকার উপর কী রূপ প্রভাব পড়ে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

জাতকের লগ্নের রাশি অনুসারে লগ্ন কালসর্প যোগ তার নিজের প্রভাব ফেলে। ‘লগ্ন কালসর্প যোগ’ কাকে বলে? যদি রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহ এবং অপর দিকে কোনও লগ্ন থাকে, তা হলে একে ‘লগ্ন কালসর্প যোগ’ বলে। মনে রাখতে হবে, লগ্ন কালসর্প যোগে শনি গ্রহ রাহু এবং কেতুর এক দিকে হওয়া দরকার। ভগ্ন বা আংশিক কালসর্প হলে লগ্ন কালসর্প যোগ হয় না। ১২টি রাশি অনুসারে ১২টি লগ্নযুক্ত কালসর্প যোগ হয়। এই কালসর্প যোগ নিজের বিশেষত্বের সঙ্গে পূর্ণ কালসর্প যোগের প্রভাব নিয়ে মানব জীবনকে প্রভাবিত করতে থাকে।

এখন দেখে নেওয়া যাক লগ্ন কালসর্প যোগের প্রভাবে জাতক/জাতিকার উপর কী রূপ প্রভাব পড়ে-

মেষ লগ্ন কালসর্প যোগ-

যে জাতক বা জাতিকার মেষ লগ্ন যুক্ত কালসর্প যোগ হয়, তার কোষ্ঠীতে সমস্ত গ্রহ, রাহু এবং কেতুর একদিকে থাকে এবং অপর দিকে শুধু মেষ লগ্ন থাকে। এই জাতক বা জাতিকার প্রবল নেতৃত্ব গুণ থাকে। এরা খুব রাগী এবং মারকুটে হয়। এরা জেদী স্বভাবের হয়। এদের জন্মস্থান এবং কর্মস্থান আলাদা হয়। জীবনের শেষের দিকে এদের মাথা ব্যথার প্রবল কষ্ট হয়। এদের অস্ত্রোপচার এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এদের জীবন অগোছালো হয়।

বৃষ লগ্ন কালসর্প যোগ-

যে জাতক বা জাতিকার বৃষ লগ্ন কালসর্প যোগ হয়, তাদের কোষ্ঠীতে রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহ এবং অন্য দিকে কোনও গ্রহ থাকে না শুধু বৃষ লগ্ন থাকে। এই লগ্নের জাতক বা জাতিকার মধ্যে প্রচুর মাত্রায় উৎসাহ ভাব থাকে। এরা কারও অধীনতা স্বীকার করে না। এরা খুব একাগ্রচিত্ত এবং মননশীল হয়। এই জাতক-জাতিকারা বেপরোয়া, অসাবধানী ভাবে জীবন কাটিয়ে দেয়। এরা স্থায়ী ভাবে বা পাকাপাকি ভাবে কোনও কাজে লেগে থাকতে পারে না।

মিথুন লগ্ন কালসর্প যোগ-

যে সকল জাতক-জাতিকার কোষ্ঠীতে সকল গ্রহ রাহু এবং কেতুর একদিকে থাকে এবং অপর দিকে শুধু মিথুন লগ্ন থাকে, সেই সব জাতক-জাতিকার মিথুন লগ্ন কালসর্প যোগ হয়। এই লগ্নের জাতকের নিজের স্ত্রীর প্রতি আসক্তি কম হয় কিন্তু অন্য নারীর প্রতি অধিক আকর্ষণ হয়। এই জাতকের জীবনে বহু বার নিজের ভুল ব্যবহারের জন্য অপরাধী হতে হবে। কাজের প্রতি আসক্তি কম হবে এবং অনাবশ্যক নারীঘটিত ঘটনায় জড়িয়ে পড়বেন। জীবনে সাফল্যের চেয়ে অসাফল্যই বেশি আসবে।

আরও পড়ুন: বাংলা মাস অনুসারে টোটকার মাধ্যমে কর্মোন্নতি

কর্কট লগ্ন কালসর্প যোগ-

যে সকল ব্যক্তির কোষ্ঠীতে সকল গ্রহ রাহু-কেতুর একদিকে থাকে এবং অপর দিকে শুধু কর্কট লগ্ন থাকে, সেই সব জাতকের কর্কট লগ্ন কালসর্প যোগ হয়। কর্কট লগ্ন কালসর্প যোগের জাতক-জাতিকার কন্যা সন্তান বেশি হয়। এদের শৈশব ঐশ্বর্যের মধ্যে কাটলেও ছোট ছোট বিষয়ে এরা মেজাজ হারায়। এই ক্রোধের জন্যই এরা অত্যন্ত হৃদয়হীন হয়। যে কোনও গুরুত্বপূর্ণ কথাই হোক ক্ষণিকের মধ্যে এরা তা ভুলে যায়। এরা ভালবাসতে জানে না। যদি পুরুষ হয়, তা হলে কর্মচারীর ওপর অত্যাচার করে।

সিংহ লগ্ন কালসর্প যোগ-

যে সকল জাতক-জাতিকার কোষ্ঠীতে সিংহ লগ্ন থাকে এবং এই লগ্ন কোষ্ঠীর একদিকে থাকে এবং অন্য দিকে বাকি সকল গ্রহ থাকে, তখন সিংহ লগ্ন কালসর্প যোগ হয়। এই যোগের জাতকের জীবন অত্যন্ত নিরস এবং জীবনের প্রত্যেক পদে দুঃখ কষ্ট ভরে থাকে। আত্মীয় পরিজনের সঙ্গে এদের বনিবনা হয় না। সারা জীবন এরা পরনিন্দা, পরচর্চা এবং দারিদ্রে কাটায়। এই যোগের জাতক-জাতিকারা বেইমান হয়। যদি কোনও মহিলা সিংহ লগ্ন এবং এবং মীন রাশির হয়, তা হলে সে তার পতির জীবন ভয়ঙ্কর করে দেয়। এরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু শেষে এদের সঙ্গেও বেইমানি করে। এই যোগের জাতিকাকে বিশ্বাস করা কঠিন। এই যোগ মহিলাদের ক্ষেত্রে বিশেষ ভাবে ক্ষতিকারক হয়।

কন্যা লগ্ন কালসর্প যোগ-

যে সকল জাতক-জাতিকার কোষ্ঠীতে একদিকে যখন কন্যালগ্ন থাকে এবং অপরদিকে রাহু-কেতুর সঙ্গে বাকী সব গ্রহ থাকে তখন কন্যালগ্ন কালসর্প যোগ হয়। এই জাতকের বুদ্ধি প্রায় থাকে না বললেই চলে। সর্বদা ছেলেমানুষী ব্যবহার করে। নিজের অদুর দর্শিতার জন্য জীবনে ভুল সিদ্ধান্ত নেয়। নিজের সঙ্গে নিজের পরিজনদের বিপদে ফেলে। যথেষ্ঠ টাকা উপাজন করা সতত্বেও সঙ্গীসাথীরা বোকা বানায়। এই যোগের জাতক-জাতিকাকে বোকা বানানো এবং উত্তেজিত করা খুব সহজ। এরা নিজেকে অকারণে ধনী বলতে ভীষণ গর্ব অনুভব করে। খুব স্বভাব-মিথ্যাবাদী হয় কিন্তু অত্যন্ত সারল্যের জন্য লোকে এদের খুব ভালবাসে। এদের বোকামি মানুষের আলোচনার বিষয় হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lagna Kalsarpa Yog Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE