জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গেই কোনও না কোনও গ্রহের সম্পর্ক রয়েছে। অর্থাৎ, সপ্তাহের প্রতিটি দিনই চালনা করেন ভিন্ন ভিন্ন গ্রহ। সেই কারণে ভিন্ন দিনে ভিন্ন দেবতার পুজো করার চল হিন্দু ধর্মে রয়েছে। আবার সপ্তাহের দিন মেনে অনেকে বহু রকম টোটকাও পালন করে থাকেন। সবটাই করা হয় সুফল প্রাপ্তির আশা নিয়ে। জ্যোতিষশাস্ত্রে রঙের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আপনি কোন কাজে কী রঙের জামা পরে যাচ্ছেন তার উপর অনেক কিছুই নির্ভর করে বলে জানাচ্ছে শাস্ত্র। সপ্তাহের সাত দিনের সঙ্গে যেমন সাতটি গ্রহের মিল রয়েছে, তেমনই মিল রয়েছে সাত রঙেরও। কোন দিন কোন রঙের জামা পরা শুভ হবে জেনে নিন।
আরও পড়ুন:
সপ্তাহের কোন দিন কোন রঙের জামা পরতে হবে?
রবিবার: সপ্তাহের প্রথম দিন রবিবার সূর্যের সঙ্গে সম্পর্কিত। এই দিন সূর্যের আরাধনা করলে দারুণ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। রবিবার লাল বা মেরুন রঙের জামা পরার নির্দেশ দেয় জ্যোতিষশাস্ত্র।
সোমবার: সোমবারের সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। চাঁদ আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। আবেগ যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা হলে মুশকিল। তাই সেটিকে বশে রেখে যে কোনও কাজে সফলতা পেতে এই দিন সাদা, ঘিয়ে বা আকাশি বর্ণের জামা পরা যেতে পারে।
আরও পড়ুন:
মঙ্গলবার: মঙ্গলের সঙ্গে মঙ্গলবারের সম্পর্ক রয়েছে। এই গ্রহ যেমন আমাদের সাহস বৃদ্ধিতে সাহায্য করে, তেমনই মঙ্গল অশান্ত হলে জীবনে দুর্দশার অন্ত থাকে না। মঙ্গলকে শুভ শক্তি দানে আগ্রহী করতে এই দিন লাল বা কমলা রঙের পোশাক পরার নির্দেশ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।
বুধবার: সপ্তাহের চতুর্থ দিন, অর্থাৎ বুধবারের সঙ্গে সম্পর্ক রয়েছে বুধ গ্রহের। বুধ আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। এই দিন যে কোনও কাজে সফলতা পেতে সবুজ রঙের পোশাক পরতে পারেন।
বৃহস্পতিবার: বৃহস্পতিবারের সঙ্গে বৃহস্পতি গ্রহের সম্পর্ক রয়েছে। দেবগুরুকে সৌভাগ্যের গ্রহ মনে করা হয়। এই গ্রহ যাঁর জন্মছকে উচ্চস্থ থাকবে, তাঁর জীবনে সুখের অন্ত হবে না। বৃহস্পতির পূর্ণ ফল লাভ করতে এই দিন হলুদ রঙের পোশাক পরতে হবে। তা হলে দিনটি খুবই ভাল কাটবে।
আরও পড়ুন:
শুক্রবার: ভালবাসা ও বিলাসিতার গ্রহ শুক্রের সঙ্গে শুক্রবার সম্পর্কিত। গোলাপি বা সাদা রঙের পোশাক এই দিন পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে দিনটি আনন্দময় কাটবে। যে কোনও কাজ খুব ভাল ভাবে সম্পন্ন হবে।
শনিবার: গ্রহরাজ শনির সঙ্গে শনিবার সম্পর্কিত। এই দিন যে কোনও কাজে পূর্ণ সুফল প্রাপ্তির জন্য কালো বা গাঢ় নীল রঙের পোশাক পরতে পারেন। এতে শনিদেবের সহায়তায় যে কোনও কাজে সফলতা পেতে পারেন বলে বিশ্বাস করা হয়।