আসুন দিকশূল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক—
নবগ্রহের প্রভাব ছাড়াও মানব জীবনের ওপর দিকশূলের প্রভাব লক্ষ্য করা যায়। দিকশূল থাকলে সে দিকে না যাওয়াই ভাল। ‘জায়সী গ্রন্থাবলী’ অনুসারে বলা যায়—
১। হানিকারক গ্রহ রাহু রবিবারে এবং শুক্রবারে পশ্চিম দিকে অবস্থান করে। ফলে এই দুই দিন পশ্চিম দিকে না যাওয়ার চেষ্টা করবেন।
২। বৃহস্পতিবার দক্ষিণ দিকে গমন অশুভ।
৩। সোমবার ও শনিবার পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবেন না।
৪। মঙ্গল এবং বুধবার উত্তর দিকে গেলে বিপদ হতে পারে। তবে যদি যেতেই হয় তবে ‘দিকশূল’ রূপী রোগের ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন।
এখন দেখে নেওয়া যাক দিকশূলের প্রতিকার—
১। মঙ্গলবার হাঁটার সময় মুখে কিছুটা ধনে রাখবেন।
২। সোমবার যদি বের হতে হয় তবে আয়না দেখে বের হবেন।
৩। শুক্রবার চলার সময় মুখে একটু রাই সরিষা রাখতে ভুলবেন না।
৪। বৃহস্পতিবার দক্ষিণ দিকে যেতে হলে খানিকটা গুড় খেয়ে বেরোবেন।
৫। রবিবার পান খেয়ে বের হলে কোনও অসুবিধা হবে না।
৬। বুধবার বের হওয়ার আগে দইয়ের ভোগ দিয়ে তবেই বের হবেন।