আমাদের সকলের সঙ্গেই ভগবানের আশীর্বাদ সব সময় রয়েছে। আস্তিক হোক বা নাস্তিক, ভগবান সকলেরই মঙ্গল করেন। রাশিচক্রের ১২টি রাশির এক এক রাশিকে রক্ষা করে চলেন ভিন্ন ভিন্ন দেবতা। রাশি অনুযায়ী সে সকল দেবতার আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যেতে পারে। জেনে নিন রাশি অনুযায়ী কাকে কোন দেবতা পথ দেখাচ্ছেন।
আরও পড়ুন:
কোন রাশির অধিপতি কোন দেবতা?
মেষ: মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির ব্যক্তিদের যে কোনও বিপদ থেকে রক্ষা করেন কার্তিক। নিয়ম মেনে কার্তিকপুজো করলে মেষ রাশির জাতক-জাতিকারা খুব ভাল ফল লাভ করবেন।
বৃষ: বিলাসিতা ও সৌন্দর্যের গ্রহ শুক্র হল বৃষ রাশির অধিপতি। মা লক্ষ্মী বৃষ রাশির ব্যক্তিদের সর্বদা চোখে চোখে রাখেন। প্রতি বৃহস্পতিবার করে যদি নিরামিষ আহার গ্রহণ করে লক্ষ্মীদেবীর পুজো করা যায় তা হলে এই রাশির জাতক-জাতিকারা খুব ভাল ফল লাভ করবেন। অর্থের অভাব কখনও কাছে ঘেঁষতে পারবে না।
মিথুন: বুধ হল মিথুন রাশির অধিপতি। গৌতম বুদ্ধ মিথুন রাশির জাতক-জাতিকাদের পথ দেখান। সাফল্য পেতে এই রাশির ব্যক্তিদের নিয়মিত ধ্যান করতে হবে এবং বৌদ্ধ মন্ত্র পাঠ করতে হবে। জীবন সুখের হবে, কেউ শত চেষ্টা করেও শান্তি বিনষ্ট করতে পারবেন না।
আরও পড়ুন:
কর্কট: কর্কট রাশির ব্যক্তিদের অধিপতি গ্রহ হল চাঁদ। শিবের আরাধনায় এই রাশির ব্যক্তিরা বিশেষ ফল লাভ করবেন। প্রতি সোমবার করে উপবাস রেখে মহাদেবের আরাধনা ও মন্ত্র পাঠ করতে হবে। শিবের অভিষেক করতে পারলে খুব ভাল হয়।
সিংহ: সূর্যের আলোয় আলোকিত হয় সিংহ রাশির ব্যক্তিদের জীবন। ভাল ফল পেতে এই রাশির জাতক-জাতিকাদের সূর্যদেবকে পুজো করতে হবে। নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যপ্রণাম করলে খুব ভাল ফল পাওয়া যাবে।
কন্যা: কন্যা রাশির অধিপতি হলেন বুধ। লক্ষ্মীর কৃপায় এঁদের কখনও অর্থকষ্ট হয় না। প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে এবং লক্ষ্মীমন্ত্র পাঠ করতে হবে।
আরও পড়ুন:
তুলা: শুক্র হল তুলা রাশির অধিপতি। এই রাশির ব্যক্তিদের সর্ব প্রকার বিপদ থেকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। ভাল ফল পেতে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির ব্যক্তিদের যে কোনও বিপদ থেকে রক্ষা করেন হনুমানজি। প্রতি মঙ্গলবার করে হনুমানজির পুজো করলে খুব ভাল ফল পাবেন। নিয়মিত হনুমান চালিশা পাঠ করতে হবে।
ধনু: বৃহস্পতি হল ধনু রাশির অধিপতি গ্রহ। বিষ্ণুর উপাসনায় ধনু রাশির ব্যক্তিরা বিশেষ ফল লাভ করবেন। প্রতি দিন সন্ধ্যাবেলা শ্রীবিষ্ণুর সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে ও মন্ত্র পাঠ করতে হবে।
আরও পড়ুন:
মকর: মকর রাশির অধিপতি গ্রহ হল শনি। গ্রহরে কুপ্রভাব থেকে তাঁদের রক্ষা করেন হনুমানজি। নিয়মিত হনুমান পুজো করতে হবে, মঙ্গলবার করে উপবাস রাখতে হবে ও হনুমান চালিশা পাঠ করতে হবে।
কুম্ভ: কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ শনি। মা কালী ও শনিদেবের উপাসনা করলে জীবনে সাফল্য আসবে, সমস্ত প্রকার বাধা কেটে যাবে। সাধ্যমতো দান করতে পারলে খুব ভাল হয়।
মীন: রাশিচক্রের সর্বশেষ রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। কেতু ও বৃহস্পতি গুরু এঁদের রক্ষা করেন। প্রতি দিন স্নানের পর মাথায় হলুদের টিকা লাগাতে হবে ও কলা গাছের পুজো করতে হবে।