প্রায় সব মানুষই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। ঘুম থেকে ওঠার পরেও কারও কারও সেই সকল স্বপ্নের কথা মনে থেকে যায়, কেউ কেউ সেই ব্যাপারে ভুলে যান। তবে যাঁদের মনে থাকে, তাঁদের যে পুরো স্বপ্নটাই মনে থাকছে এটা ভাবা ভুল। আমরা ঘুমের মধ্যে নানা রকমের স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন দেখা চলে বহু ক্ষণ ধরে। সেই দীর্ঘায়িত স্বপ্নের মধ্যে খাপছাড়া কিছু অংশই আমাদের মনে থেকে যায়। তবে গভীর স্বপ্নের ছেঁড়া-ছেঁড়া কিছু অংশ দিয়েই বিচার করা যায় অনেক কিছু। জ্যোতিষশাস্ত্রে সে বিষয়ে নানা বিশ্লেষণ দেওয়া রয়েছে। শাস্ত্রমতে, স্বপ্ন অনেক সময় আমাদের ভবিষ্যতের ব্যাপারেও নানা কথা বলে দিতে পারে। কোন কোন স্বপ্ন দেখে ভবিষ্যতের ব্যাপারে ধারণা পাওয়া যায়? খোঁজ দিলেন জ্যোতিষী।
আরও পড়ুন:
কোন স্বপ্ন ভবিষ্যৎ বলতে পারে?
ঘোড়ার স্বপ্ন: স্বপ্নে যদি ঘোড়াকে দৌড়তে দেখেন তা হলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনার ভাল সময় শুরু হতে চলেছে। জীবনের জটিলতা কমে যাবে, শুরু হবে সুখের সময়। সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে। ছুটন্ত ঘোড়ার স্বপ্নকে তাই শুভ মনে করা হয়।
জামাকাপড়ের স্বপ্ন: জামাকাপড়ের স্বপ্ন দেখা বা জামাকাপড় কেনার স্বপ্ন দেখাও শুভ হিসাবে ধরা হয়। এর অর্থ আপনার আগামী দিনগুলি খুব ভাল যাবে। সমস্ত বাধা কেটে গিয়ে সুসময় শুরু হবে। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজও মিটে যেতে পারে।
গাছের স্বপ্ন: স্বপ্নে সবুজ রং দেখাকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বোঝা যায় যে ঘুম খুব ভাল হচ্ছে। তেমনই স্বপ্নের মধ্যে গাছ দেখা বা গাছের চারা লাগানো দেখা বলতে বোঝায় পরিবারে সুখের সময় শুরু হবে। ঝগড়া-ঝামেলার পরিমাণ কমবে। পরিবারের কারও ব্যাপারে কোনও ভাল খবর পাবেন।
আরও পড়ুন:
আরতি দেখা: স্বপ্নের মধ্যে ভগবানের আরতি দেখা খুবই শুভ। এতে মন শান্ত হয়। কর্মক্ষেত্রে জটিলতা কমার ইঙ্গিত দেয় এই স্বপ্ন। জীবনে আসতে পারে উন্নতি।
সমুদ্র দেখা: স্বপ্নে সমুদ্র দেখার অর্থ হল জীবনে কোনও বড় পরিবর্তন আসতে চলেছে। কোনও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে ভয়ের কোনও কারণ নেই, সতর্ক থাকলেই হবে।