Advertisement
১৮ মে ২০২৪

কৃষ্ণ তুলসী না রাম তুলসী, বাড়িতে রাখার জন্য শুভ কোনটা জানেন?

হিন্দু বাড়িতে তুলসীগাছ নেই, এ রকমটা দেখা যায় না। মনে করা হয়, যে বাড়িতে তুলসীগাছ থাকে, সেই বাড়ি হয় অত্যন্ত পবিত্র। আর যে বাড়িতে তুলসীগাছ নেই, সেই বাড়ির পরিবেশকে অপবিত্র মানা হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০০:০৫
Share: Save:

হিন্দু বাড়িতে তুলসীগাছ নেই, এ রকমটা দেখা যায় না। মনে করা হয়, যে বাড়িতে তুলসীগাছ থাকে, সেই বাড়ি হয় অত্যন্ত পবিত্র। আর যে বাড়িতে তুলসীগাছ নেই, সেই বাড়ির পরিবেশকে অপবিত্র মানা হয়। বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসীগাছ রাখলে তা অনেকটা কেটে যায়। সাধারণত আমরা দু’রকম তুলসীগাছ বাড়িতে দেখতে পাই— কৃষ্ণ তুলসী ও রাম তুলসী। এখন প্রশ্ন এই যে, কোন তুলসী বাড়িতে রাখার জন্য শুভ।

দু’রকম তুলসী চেনার উপায়—

কৃষ্ণ তুলসী– কৃষ্ণ তুলসী হয় গাঢ় সবুজ। এর পাতা এবং কাণ্ড দুইয়ের মধ্যেই বেগুনী রঙের আভা থাকে বা পাতায় ও কাণ্ডে একটু কালচে ভাব থাকে। এই তুলসীর পাতা খুব একটা বড় হয় না। কৃষ্ণ তুলসী হয় একটু গরম প্রকৃতির।

আরও পড়ুন: ধনী হতে চান? পর পর ৪৩ দিন বালিশের নীচে এই জিনিসটি...

রাম তুলসী– রাম তুলসীর পাতা এবং কাণ্ড হালকা সবুজ হয়, খুব গাঢ় সবুজ হয় না। এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয়।

কোন তুলসী বাড়িতে রাখা শুভ—

• বাড়িতে রাখার জন্য কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ বলে মানা হয়। কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পুজো করলে বাড়ির সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। এ ছাড়া বাড়িতে চট করে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

** তবে যদি বাড়িতে জায়গার অভাব না থাকে অর্থাৎ গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা থাকে, তা হলে দুই প্রকার তুলসীই রাখতে পারেন। বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসীগাছ রাখা শুভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tulsi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE