—প্রতীকী চিত্র।
মেষ রাশির আয় ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে বক্র গতিতে অবস্থান। দৃষ্টি সম্পর্ক শুক্রের সহিত, আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃষ রাশির আয় ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক রবি এবং বুধের। মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ আয়ের ক্ষেত্রে অধিক শুভ।
মিথুন রাশির আয় ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক আয় ক্ষেত্র অধিপতির। আয় ক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা।
কর্কট রাশির আয়ের ক্ষেত্র শুভই বলা যায়।
সিংহ রাশির আয়ের ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ তুলনায় প্রথম অর্ধে অধিক শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।
কন্যা রাশির আয়ের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।
তুলা রাশির আয়ের ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধে আয় ক্ষেত্র অধিপতির সহিত ক্ষেত্র বিনিময় ঘটার কারণে অধিক শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক রাশির আয় ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান, আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।
ধনু রাশির আয়ের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।
মকর রাশির আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ রাশির আয় ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক, আয়ের ক্ষেত্রে খুবই শুভফল দান করবে।
মীন রাশির আয়ের ক্ষেত্রে সামান্য বাধা প্রতিকূলতা থাকলেও শুভফল প্রাপ্তির সম্ভাবনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy