আমরা অনেকেই জীবনে এক বার হলেও লটারি কেটে ভাগ্যপরীক্ষা করে থাকি। কিন্তু কোন সময় লটারি কাটলে পুরস্কার প্রাপ্তি হবে সেটা জানা আছে তো? নচেৎ লাভ করতে গিয়ে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল। তাই লটারির টিকিট কাটার আগে এক বার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা জরুরি। তা হলে বিফল হওয়ার ভয় থাকবে না। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি কোন রাশির লটারি-ভাগ্য কেমন রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির ব্যক্তিরা এই সপ্তাহের শেষের দিকে এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন।
বৃষ– এই সপ্তাহে বৃষ রাশির জন্য খুব একটা অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে না। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে এক বার ভাগ্যপরীক্ষা করে দেখতে পারেন। লাভের মুখ দেখলেও দেখতে পারেন।
কর্কট– এই সপ্তাহের যে কোনও সময়ে কর্কট রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন, প্রাপ্তিযোগ রয়েছে।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারির দিকে এগোবেন না। লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি রয়েছে।
কন্যা– ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের পুরোটাই কন্যা রাশির অর্থপ্রাপ্তির জন্য খুব ভাল সময়।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা একটু ভাবনাচিন্তা করে লটারির দিকে এগোবেন। লাভের বদলে লোকসান হতে পারে।
বৃশ্চিক– সপ্তাহের শেষের দিকে বৃশ্চিক রাশির ব্যক্তিরা এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন। পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের মধ্য ভাগ খুব ভাল। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন।
মকর– ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহটা মকর রাশির জন্য শুভ। সপ্তাহের যে কোনও সময়ে লটারি কেটে দেখতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে লটারির দিকে এগোবেন না। শেষের দিকে এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন।
মীন– মীন রাশির জন্য এই সপ্তাহটা মোটামুটি ভালই। মন চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)