হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে মৃত্যু হল ১০ শিশুর। শুক্রবার প্রায় রাত ২টোর সময় ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালে।
মুম্বই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী ৭ জনকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু। ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।
হাসপাতালের ওই বিভাগে আগুন লাগার পর এক জন নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তার পর আসে দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন। ঘটনা নিয়ে ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেছেন, ‘‘নবজাতক কেয়ার ইউনিটে রাত ২টো নাগাদ আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। ৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।’’
Ten children died in a fire that broke out at Sick Newborn Care Unit (SNCU) of Bhandara District General Hospital at 2 am today. Seven children were rescued from the unit: Pramod Khandate, Civil Surgeon, Bhandara, Maharashtra pic.twitter.com/bTokrNQ28t
— ANI (@ANI) January 9, 2021