কেরলের কোঝিকোরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সে। শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার ভোরে ছেলেটি মারা যায়।
৩ সেপ্টেম্বর ওই কিশোরের দেহে নিপা ভাইরাসের উপসর্গ ধরা পড়ে। তার নমুনা পাঠানো হয় পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে’। সেখানে নমুনা পরীক্ষা করে দেখা যায় নিপা ভাইরাসেই আক্রান্ত হয়েছে ছেলেটি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, ‘‘আমরা সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। পরিস্থিতি সামলানোর জন্য কয়েকটি দল গঠন করেছি। ভাইরাসের উৎস অনুসন্ধান চলছে। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিশোরের পরিবারের কারও মধ্যে এখনও কোনও উপসর্গ দেখা যায়নি।’’