Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Aurangabad Train Accident

শ্রান্ত শ্রমিকরা ঘুমিয়ে পড়েছিলেন রেললাইনে, কাটা পড়লেন মালগাড়িতে, মৃত ১৬

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন।

দুর্ঘটনাস্থলে পুলিশ। ছবি- পিটিআই।

দুর্ঘটনাস্থলে পুলিশ। ছবি- পিটিআই।

সংবাদ সংস্থা
অওরঙ্গাবাদ শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৮:৫৭
Share: Save:

মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ১৬জন পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনায় আহত পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে। শুক্রবার সকাল সওয়া ৫টা নাগাদ এই ঘটনা ঘটেছে অওরঙ্গাবাদ জেলার কারমাডের কাছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন। তাঁরা জালনার একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। সেখান থেকে অওরঙ্গাবাদের উদ্দেশে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জালনা থেকে ৬৫ কিলোমিটার দূরে কারমাড এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। সে সময়ই একটি মালগাড়ি পিষে দেয় তাঁদের।

৬টা নাগাদ খবর পেয়ে আরপিএফ ও পুলিশ সেখানে পৌঁছয়। দক্ষিণ মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘অওরঙ্গাবাদের কারমাডে মালগাড়ির খালি রেক কয়েকজন লোকের উপর দিয়ে চলে গিয়েছে। পুলিশ ও আরপিএফ সেখানে পৌঁছে উদ্ধারকার্য চালিয়েছে।’’ পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যায়। অওরঙ্গাবাদের পুলিশ সুপার মোক্ষদা পাতিল বলেছেন, ‘‘একটি মালগাড়ি চলে যাওয়ার ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’

এই ঘটনার পর দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন, ‘‘মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। বিষয়টি আমি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছি। তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন।’’ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছে রেলমন্ত্রক।

আরও পড়ুন: করোনা রোগীদের পাশেই সাত-আটটি মৃতদেহ, মুম্বইয়ের হাসপাতালের ছবি নিয়ে ঝড়

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের শীঘ্রই ফেরানো শুরু হবে, ঘোষণা কর্নাটক সরকারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE