প্রেমিকাকে উত্যক্ত করার প্রতিশোধ হিসেবে প্রথমে অপহরণ। তার পর বন্ধুদের নিয়ে ছুরি দিয়ে কোপানো। তাতেই মৃত্যু হল ১৫ বছরের এক ছাত্রের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃত ছাত্র অভিযুক্ত তিন ছাত্রের বন্ধু।অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের জেরায় অভিযুক্তরা জানিয়েছে, তাদের এক জনের প্রেমিকাকে বিরক্ত করত ওই ছাত্র। আর সে জন্যই তিন বন্ধু মিলে তাকে অপহরণ করে এবং খুন করে।
ঘটনাটি ঘটেছে পটনার দানাপুর এলাকায়। নিহত ওই ছাত্রের নাম সত্যম। দশম শ্রেণির ছাত্র সে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার টিউশন থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করে বন্ধুরা।