মঙ্গলবার থেকেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের নীচে। সেই ধারা অব্যাহত থাকল শনিবারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। দৈনিক সংক্রমণের পরিমাণ গত ২৪ ঘন্টায় ছয় শতাংশ হ্রাস পেয়েছে। কমেছে দৈনিক সংক্রমণের হারও। বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১৯.৫৯ শতাংশ। শুক্রবার তা কমে হয় ১৫.৮৮ শতাংশ। শনিবার তা আরও কমে হল ১৩.৩৯ শতাংশ। দেশ জুড়ে সুস্থতার হারও সামান্য বাড়ল। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৮৯ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মোট ৮৭১ জনের মৃত্যুর কথা উল্লেখ করা আছে। তবে কেরলে পুরনো ২৫৮ জন মৃতের নাম এই তালিকায় যোগ হওয়ায় মৃত্যুর সংখ্যাতে এই বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। অর্থাত্ গত ২৪ ঘন্টায় নতুন মৃতের সংখ্যা ৬১৩ জন।
বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি করোনা আক্রান্তের দেশ আমেরিকা। এর পরই রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট চার কোটি আট লক্ষ ৫৮ হাজার ২৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ। দেশে এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ চার হাজার ৩৩৩ জন।