Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বেটিং-চক্রে হানা ধানবাদে, ধৃত দুই

একটি বেটিং চক্র ধরা পড়ল ধানবাদে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ধানবাদের সরাইঢেলার এক ফ্ল্যাটে হানা দিলে হাতেনাতে ধরা পড়ে ওই চক্রের পাণ্ডারা।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০৩:০৯
Share: Save:

একটি বেটিং চক্র ধরা পড়ল ধানবাদে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ধানবাদের সরাইঢেলার এক ফ্ল্যাটে হানা দিলে হাতেনাতে ধরা পড়ে ওই চক্রের পাণ্ডারা। গ্রেফতার করা হয় মূল পাণ্ডা অমিত বাত্রা ও সন্দীপ আগরওয়ালকে। তাদের থেকে একটি ল্যাপটপ, দু’টি ক্যালকুলেটর, চারটি মোবাইল ফোন ও ডায়েরি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি আইপিএল ম্যাচে কমপক্ষে ৫০ লক্ষ টাকার বেটিং চলত। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চক্র কলকাতা, দিল্লি, ও মুম্বইয়ের বেটিং চক্রের সঙ্গে যুক্ত। এদের জিজ্ঞাসাবাদ করে বাকি চক্রগুলির হদিস করছে পুলিশ। এসএসপি রাঁচি সুরেন্দ্র কুমার ঝা বলেন, “ডায়েরিতে বেশ কিছু লোকের নাম ও ফোন নম্বর পাওয়া গিয়েছে। প্রয়োজনে তাদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Betting Dhanbad Police Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE