Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

উদ্ধার মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেল, কাশ্মীরে দুই জইশ-সহ ৬ জঙ্গিকে খতম করল সেনা

সেনা সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষ চলাকালীনই দুই জঙ্গি নিহত হয়। এই সংঘর্ষে পাঁচ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১০:৩২
Share: Save:

শোপিয়ান, কুপওয়ারা, বদগাম... জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় দুই জইশ জঙ্গি-সহ ৬ জঙ্গিকে খতম করল সেনা।

শুক্রবার সকাল থেকেই বদগামে সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয়। পারিগামের বসতি এলাকায় বেশ কয়েক জন জঙ্গি আত্মগোপন করে আছে, গোপন সূত্রে খবরটা এসেছিল সেনার কাছে। সিআরপিএফ-সেনার যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। অভিযান চলাকালীন জঙ্গিরা একটি বাড়ির ভিতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও।

সেনা সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষ চলাকালীনই দুই জঙ্গি নিহত হয়। এই সংঘর্ষে পাঁচ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। তাদের কাছ থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার এক সূত্রের খবর, নিহত দুই জঙ্গি জইশ গোষ্ঠীর। তাদের মধ্যে এক জন বিদেশি।

ভারতে জঙ্গি সন্ত্রাস নিয়ে এই তথ্যগুলি জানতেন?

বৃহস্পতিবারই শোপিয়ানের ইয়রান জঙ্গলে জঙ্গি দমন অভিযান চালানোর সময় সেনার গুলিতে দুই জঙ্গি নিহত হয়। ওই দিনই কুপওয়ারায় আরও একটি অভিযানে দুই জঙ্গিকে খতম করে সেনা।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE