চার্জ দেওয়ার সময় টোটোতে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে মৃত্যু হল দুই যুবকের। আহত হয়েছেন আরও চার জন। ঘটনাটি দিল্লির শাহদরার।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন ব্রিজেশ এবং মণিরাম। তাঁরা দু’জনেই মধ্যপ্রদেশের টিকমগড়ের বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার রাতে টোটো চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ব্রিজেশ, মণিরাম-সহ ছ’জন। সারারাত ধরে চার্জে বসানো ছিল। ভোরের দিকে টোটোতে আগুন ধরে যায়। তখন ব্রিজেশরা ঘুমোচ্ছিলেন। ফলে টের পাননি। তার পরই বিস্ফোরণ হয় টোটোতে। আর তাতেই মৃত্যু হয় ব্রিজেশ এবং মণিরামের। গুরুতর আহত হয়েছেন আরও চার জন।
শাহদরার ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত গৌতম জানিয়েছেন, ঘরের ভিতর থেকে দু’জনের ঝলসানো দেহ উদ্ধার হয়। গুরুতর আহত অবস্থায় আরও চার জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা। তবে নেপথ্যে আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যেখানে টোটোতে বিস্ফোরণ হয়, সেটি একটি গুদামঘর। ওই ঘরেই শুয়ে ছিলেন ব্রিজেশরা।