Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Bulldozer

Tyre Blast: বুলডোজারের টায়ারে হাওয়া ভরতেই ফেটে মৃত্যু দু’জনের, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য

গত ৩ মে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরের সিলতারা শিল্পাঞ্চলে।

বুলডোজারের টায়ারে হাওয়া ভরতেই বিকট শব্দে ফেটে যায়। ছবি সৌজন্য টুইটার।

বুলডোজারের টায়ারে হাওয়া ভরতেই বিকট শব্দে ফেটে যায়। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
রাইপুর শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৬:৪৭
Share: Save:

বুলডোজারের টায়ারে হাওয়া ভরছিলেন গ্যারাজের এক কর্মী। অন্য এক কর্মী সেই হাওয়া পরীক্ষা করতে গিয়েও ঘটল বিপত্তি। বিকট শব্দে সেই বিশালাকায় টায়ার ফেটে মৃত্যু হল দুই কর্মীরই। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ানক সেই দৃশ্য।

গত ৩ মে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরের সিলতারা শিল্পাঞ্চলে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক কর্মী টায়ারের উপর চেপে হাওয়া ভরছিলেন তাতে। হলুদ টি শার্ট পরা এক কর্মী সেখানে আসেন। তিনি টায়ারে হাওয়ার চাপ কতটা রয়েছে তা পরীক্ষা করার জন্য সবে যন্ত্র লাগিয়েছিলেন। তার পরই একটা জোরালো বিস্ফোরণ ঘটে। হলুদ টি শার্ট পরা ওই কর্মীকে মাটি থেকে কয়েক হাত উপরে উঠে আছড়ে পড়তে দেখা গেল। আর টায়ারের উপর বসে থাকা অন্য কর্মী কয়েক হাত দূরে ছিটকে পড়লেন।

পুলিশ জানিয়েছে, মৃত দুই কর্মী মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bulldozer Tyres Blast Chattisgarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE