২৬/১১ মুম্বই হামলার স্মৃতি উস্কে দিল পাকিস্তান থেকে আসা ফোন কল। মুম্বইয়ের দু’টি তাজ হোটেলেই ২৬/১১-র ধাঁচে হামলা চালানো হবে বলে ফোনে হুমকি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। এই খবর পাওয়ার পরেই তোলপাড় শুরু হয়েছে মুম্বই পুলিশে। দুই হোটেলকে নিরাপত্তায় মুড়ে ওই ফোন কলের সূত্র সন্ধানে নেমে পড়েছে পুলিশ। পুরো শহরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।
মুম্বই পুলিশ সূত্রে খবর মিলেছে, সোমবার রাতে কোলাবায় তাজমহল প্যালেস হোটেল এবং বান্দ্রায় তাজ ল্যান্ডস এন্ড হোটেলের ল্যান্ড ফোনে ফোন আসে। ফোনে হুমকি দেওয়া হয়, ফের ২০০৮ সালের ২৬/১১-র ধাঁচে হামলা চালানো হবে হোটেলে। দুই হোটেলেই নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। ওই হুমকি ফোনের পরেই নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেন হোটেল কর্তৃপক্ষ। মুম্বই পুলিশেও খবর পাঠান হোটেল কর্তৃপক্ষ। তার পরেই দুই হোটেলের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।
কিন্তু ফোন আদৌ পাকিস্তান থেকেই করা হয়েছিল, নাকি অন্য কোথাও থেকে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানতে পারেনি। ফোনের কল রেকর্ড ঘেঁটে সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।