অতিমারি পরিস্থিতিতেও নাশকতা থেমে নেই উপত্যকায়। জম্মুতে পাক সীমান্তের কাছে ২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ আবিষ্কার করল বিএসএফ। নির্মীয়মান অবস্থায় সুড়ঙ্গটি খুঁজে পাওয়া গিয়েছে। পাকিস্তান থেকে জঙ্গিদের অনুপ্রবেশের পাশাপাশি অস্ত্র ও মাদক পাচারের জন্য ওই সুড়ঙ্গ ব্যবহারের পরিকল্পনা ছিল বলেই ধারণা।
বৃহস্পতিবার জম্মুর সাম্বা সেক্টরে ওই সুড়ঙ্গটির হদিশ মেলে। সেনা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে জম্মুতে। তার জেরে সম্প্রতি বেশ কিছু জায়গায় মাটি বসে যেতে দেখা যায়। তা খতিয়ে দেখতে গিয়েই ওই সুড়ঙ্গটির হদিশ মেলে। সুড়ঙ্গের মুখে পাকিস্তানি সংস্থার নাম লেখা ৮-১০টি বালির বস্তা জড়ো করে রাখা হয়েছিল। সেগুলির উপর করাচি এবং সাকারগড়ের ঠিকানা লেখা।
শুক্রবার বিএসএফের টুইটার হ্যান্ডলে ওই সুড়ঙ্গ এবং বস্তার ছবি পোস্ট করে লেখা হয়, ‘‘জম্মুর সাম্বা জেলার বাসান্তর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে ২০ মিটার দীর্ঘ এবং ৩-৪ ফুট প্রশস্ত এই সুড়ঙ্গটি আবিষ্কার করে বিএসএফ।’’ সেই সঙ্গে বলা হয়, ‘‘স্থানীয় এক কৃষকের জমিতে ওই সুড়ঙ্গটি পাওয়া গিয়েছে। ওই সুড়ঙ্গের মুখ ভারতের দিকে। আন্তর্জাতিক সীমান্ত থেকে ওই সুড়ঙ্গের প্রবেশপথের দূরত্ব ১৭০ মিটার।’’