ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল। এ বার লাইনচ্যুত হল পাটনাগামী ভাস্কো-দা-গামা এক্সপ্রেসের ১৩টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের, আহত অন্তত ৯ জন। শুক্রবার ভোর সওয়া ৪টে নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মাণিকপুর স্টেশনের কাছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
উত্তর-মধ্য রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা টুইট করে জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত লাইনে ফাটল থাকার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
আরও পড়ুন: রোহিঙ্গায় গোল চিনের, সুযোগ হারিয়ে পিছনের সারিতে দিল্লি