সকালে থেকেই শুরু হয়েছিল জমায়েত। ‘জয় শ্রীরাম’ স্লোগানের পাশাপাশি দাবি উঠেছিল প্রকাশ্য স্থানে শুক্রবারের নমাজ চলবে না!
গুরুগ্রামের ১২-এ সেক্টরে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল। নমাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০ জন বিক্ষোভকারীকে আটক করল হরিয়ানা পুলিশ। গুরুগ্রামের মহকুমা শাসক অনিতা চৌধুরী বলেছেন, ‘‘এলাকায় নমাজের জন্য ৩৭টি স্থান চিহ্নিত করা রয়েছে। সেখানে নমাজে বাধা দেওয়া হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। যাঁরা নমাজে যোগ দিতে আসবেন তাঁদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।’’