Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Food Poisoning at Maharashtra School

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ মহারাষ্ট্রের এক আবাসিক স্কুলের ৩০ পড়ুয়া, ভর্তি হাসপাতালে

স্বাস্থ্য আধিকারিক মিলিন্দ সোমকুবার জানিয়েছেন, বৃহস্পতিবার হস্টেলের খাবার খাওয়ার পরই বেশ কিছু পড়ুয়া বমি করতে শুরু করে। কারও কারও পেটে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।

হাসপাতালে ভর্তি পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।

হাসপাতালে ভর্তি পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ১৫:৪১
Share: Save:

খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়ল মহারাষ্ট্রের ভান্ডারার এক আবাসিক স্কুলের পড়ুয়ারা। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভান্ডারার তুমসার শহরে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, আবাসিক স্কুলে ৩০ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। জেলার স্বাস্থ্য আধিকারিক মিলিন্দ সোমকুবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বৃহস্পতিবার হস্টেলের খাবার খাওয়ার পরই বেশ কিছু পড়ুয়া বমি করতে শুরু করে। কারও কারও পেটে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এক সঙ্গে এত পড়ুয়া আচমকা অসুস্থ হয়ে পড়ায় শোরগোল পড়ে যায় ওই আবাসিক স্কুলে।

তুমসারের ওই আবাসিক স্কুলের হস্টেলে মোট ৩২৫ জন পড়ুয়া থাকে। তাদের মধ্যে ৩০ জন অসুস্থ হয়ে পড়ে বলে স্কুলের তরফেরও জানানো হয়। স্কুলের পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর পৌঁছয় জেলা স্বাস্থ্য দফতরে। সেখান থেকেও আধিকারিকরা আবাসিক স্কুলে আসেন। প্রাথমিক ভাবে তাঁরা মনে করছেন, খাবারের বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। স্বাস্থ্য আধিকারিক মিলিন্দ জানিয়েছেন, পড়ুয়াদের যে খাবার দেওয়া হয়েছিল তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পড়ুয়াদের কারওরই অবস্থা সঙ্কটজনক নয়। তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যেকেই স্থিতিশীল। খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।

শুধু খাবারই নয়, হস্টেলের জলও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে ঠিক কী কারণে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE