Advertisement
১৯ এপ্রিল ২০২৪
maharashtra

আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে মহারাষ্ট্র থেকে দিল্লি পাড়ি দেবেন ৩ হাজার কৃষক

অশোক বলেন, “প্রথমে আমরা মধ্যপ্রদেশ যাব। সেখান থেকে রাজস্থান। তার পর সেখান থেকে হরিয়ানার সীমানায় যাব।”

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩৬
Share: Save:

আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে এ বার ‘দিল্লি চলো’ অভিযানে নামছেন মহারাষ্ট্রের কৃষকরা। আগামী ২১ ডিসেম্বর রাজ্যের নাসিক থেকে ৩ হাজারেরও বেশি কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে শুক্রবার জানিয়ছে অল ইন্ডিয়া কিসান সভা (এআইকেএস)।

এআইকেএস নেতা অশোক ধাওলে সংবাদ সংস্থাকে জানান, পায়ে হেঁটে নয়, গাড়ি নিয়েই দিল্লিতে যাবেন তাঁরা। অশোক বলেন, “প্রথমে আমরা মধ্যপ্রদেশ যাব। সেখান থেকে রাজস্থান। তার পর সেখান থেকে হরিয়ানার সীমানায় যাব।” সেখান থেকে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

যাত্রা শুরুর আগে ২১ ডিসেম্বর বিকেলে নাসিকে একটা জনসভা করা হবে। সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা হাজির হবেন। জনসভা শেষে মিছিল শুরু হবে কৃষকদের। টেম্পো, বাস, গাড়ি লরি করে যাওয়া হবে বলে জানিয়েছেন ধাওলে। প্রায় ১৩০০ কিলোমিটার উজিয়ে মহারাষ্ট্র থেকে দিল্লির আন্দোলনে যোগ দিতে যাবেন কৃষকরা।

অশোক বলেন, “এই যাত্রাপথে জায়গায় জায়গায় সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। অনেক রাজনৈতিক দলও আমাদের সমর্থন জানিয়েছে।”

মহারাষ্ট্রেও কৃষি আইন নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিল নিয়েও দীর্ঘ দিন ধরে একটা চাপা ক্ষোভ রয়েছে। কৃষি আইনের পাশাপাশি এই বিষয়গুলো নিয়েও আওয়াজ তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maharashtra Farmers Farmers Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE