হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) ৩৫ জন ছাত্র-সহ অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। সোমবার থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। উদ্বেগে রয়েছেন নিখোঁজের পরিবার-পরিজনরা। উদ্বিগ্ন রুরকি আইআইটি কর্তৃপক্ষও। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে হিমাচল প্রশাসন। প্রবল তুষারপাতের জেরে কোনও বিপত্তি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
জানা গিয়েছে, কয়েক দিন আগে হিমাচলের লাহুল-স্পিতি জেলায় ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ৩৫ জন ছাত্র-সহ ৪৫ জনের একটি দল। হাম্পতা পাসে ট্রেকিংয়ের পর তাঁদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ওই দলে থাকা এক ছাত্রের বাবা রাজবীর সিংহ জানিয়েছেন, ‘‘রবিবারও কথা হয়েছিল। কিন্তু সোমবার অনেক চেষ্টা করেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। স্বাভাবিক ভাবেই আমরা প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছি।