বাড়িতে ডেকে এনে সহপাঠীকে গণধর্ষন এবং পুরো ঘটনাটির ভিডিও করে হুমকির ঘটনায় গ্রেফতার হয়েছে চার বন্ধু। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
ছাত্রীটির পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্তেরা প্রত্যেকেই দশম শ্রেনির পড়ুয়া। নির্যাতিতা ছাত্রীটিও তাদের বন্ধু। দিন কয়েক আগে পড়া বুঝতে চেয়ে ছাত্রীটিকে বাড়িতে ডেকে পাঠায় তারা। চার বন্ধু মিলে ধর্ষণ করে। মুখ বন্ধ রাখার জন্য পুরো ঘটনাটির ভিডিও করে হুমকি দেয়। ভয়ে এবং লজ্জায় নির্যাতিতাও কাউকে কিছু জানায়নি। পরে সেই ভিডিও হোয়াটস্অ্যাপ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছাত্রীটির এক আত্মীয়ের হাতে পৌঁছে যায়। ঘটনা জানাজানি হলে পুলিশে অভিযোগ করা হয়। অভিযুক্তেরা জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।