Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Mumbai fire

ফের আগুন মুম্বইয়ের বহুতলে, দুই শিশু-সহ মৃত একই পরিবারের ৪

দমকল সূত্রে খবর, আগুনের মধ্যে থেকে মোট ন’ জনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৯:৩৯
Share: Save:

কমলা মিল্‌স কম্পাউন্ডের অগ্নিকাণ্ডের আতঙ্কের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে মুম্বইয়ের একটি বহুতলে আগুন লেগে দুই শিশু-সহ একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অন্তত পাঁচজন।

বুধবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পূর্ব আন্ধেরির মারোল এলাকার মইমুন নামের একটি বহুতলে। দমকল সূত্রে খবর, রাত ২টো ১০ নাগাদ ফোনে খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স এবং বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর একটি দল।

দমকল সূত্রে খবর, আগুনের মধ্যে থেকে মোট ন’ জনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিত্সা চলছে। ভোর ৫টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে জানিয়েছে দমকল। তবে আগুন লাগার প্রায় ৪০ মিনিট পরে কেন দমকলকে জানানো হল তার সদুত্তর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকে দায়ী করেছে দমকল।

আরও পড়ুন: বন্‌ধে ভাঙচুর বিক্ষোভ, চড়া আঁচ মহারাষ্ট্রে

অগ্নিকাণ্ড ভয়াবহ হচ্ছে দমকল কেন্দ্রের অভাবে, বলছে সরকারি রিপোর্ট

এর আগে ২৯ ডিসেম্বর গভীর রাতে মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকার কমলা মিল্‌স কম্পাউন্ডের একটি বহুতলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়। আহত হন ১২ জন। ওই বহুতলে থাকা একটি রেস্তরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ওই রেস্তরাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়।

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE