অসমের কাছাড় জেলায় মায়ের সঙ্গে থাকে চার বছরের রিজওয়ান শাহিদ লস্কর। বছর চারেক আগে তাঁর বাবা শহিদুল আলম লস্করকে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ। বাবার হত্যার ন্যায়বিচার চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছে চার বছরের ওই খুদে। প্রধানমন্ত্রী ছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বাবার হত্যার ন্যায়বিচার চেয়েছে ওই খুদে।
নিজের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি একটি ভিডিয়ো আপলোড করেছে রিজওয়ান। সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে আর্জি জানাতে দেখা যাচ্ছে তাকে। তার হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘আমি ন্যায়বিচার চাইছি।’ ভিডিয়োয় সে বলছে, ‘‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীকে সুপ্রভাত। আমার নাম রিজওয়াল শাহিদ লস্কর। আমার বয়স যখন তিন মাস ছিল, তখন ১১ জন দুষ্কৃতী আমার বাবাকে খুন করে। এই বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি এবং ন্যায়বিচার চাইছি।’’