Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আপ সাংসদ-বিধায়কদের ৪০০% বেতন বৃদ্ধি!

‘আম’ থেকে বুঝি এ বার ‘খাস’ আদমি হতে চলেছে আম আদমি পার্টির সাংসদ এবং বিধায়কেরা। এক লাফে দিল্লির সাংসদ এবং বিধায়কদের বেতন ৪০০% শতাংশ বৃদ্ধি পেতে চলেছে যে!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ২২:২৭
Share: Save:

‘আম’ থেকে বুঝি এ বার ‘খাস’ আদমি হতে চলেছে আম আদমি পার্টির সাংসদ এবং বিধায়কেরা। এক লাফে দিল্লির সাংসদ এবং বিধায়কদের বেতন ৪০০% শতাংশ বৃদ্ধি পেতে চলেছে যে!

দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েলের নিযুক্ত কমিটি এই প্রস্তাব এনেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে এক ধাক্কায় ৩ লক্ষ ২০ হাজার টাকা বেতন হবে এক জন বিধায়কের। যা সাম্প্রতিককালে নজিরবিহীন। এখনও পর্যন্ত এক জন বিধায়কের মূল বেতন ৮২ হাজার টাকা।

এর আগে ২০১১ সালে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত প্রস্তাব এনে সাংসদ-বিধায়কদের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি করেছিলেন। চলতি বছরের জুলাই মাসে আরও একবার বেতন বৃদ্ধির প্রস্তাব আনে আপ। অন্য রাজ্যগুলির সঙ্গে বিবেচনা করে কমিটি অন সালারি অ্যান্ড অ্যালোয়েন্স জানায় সাংসদ এবং বিধায়কদের বেতন খুবই নগণ্য। যা দিয়ে ন্যূনতম প্রয়োজনীয়গুলি পূরণ করা সম্ভব নয়।

তবে এত সহজে যে ‘খাস আদমি’ হওয়া যায় না তা-ও ঠারেঠোরে টের পাচ্ছেন তাঁরা। বিরোধীরা ইতিমধ্যেই প্রস্তাবের বিপক্ষে সুর চড়াতে শুরু করেছে। তাঁদের দাবি, অর্থের অভাবে কৃষকেরা আত্মহত্যা করছেন। গরিব, বেকারের সংখ্যা দেশে দিন দিন বাড়ছে। এমন প্রতিকূল সময়ে বিধায়কদের বেতন বৃদ্ধি করা উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE