Advertisement
১১ মে ২০২৪

বিহারে আজ চতুর্থ পর্বের ভোট গ্রহণ

শান্তিপুর্ণ ভাবেই চলছে বিহারে ভোট গ্রহণ প্রক্রিয়া। রবিবার চতুর্থ দফায় ভোট চলছে রাজ্যের ৫৫টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে প্রায় পাঁচ শতাংশ।

চলছে ভোটগ্রহণ। ছবি: টুইটার।

চলছে ভোটগ্রহণ। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১০:০৪
Share: Save:

শান্তিপুর্ণ ভাবেই চলছে বিহারে ভোট গ্রহণ প্রক্রিয়া। রবিবার চতুর্থ দফায় ভোট চলছে রাজ্যের ৫৫টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে প্রায় পাঁচ শতাংশ।

সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়েছে। বিশেষ করে গোপালগঞ্জ এবং মুজফ্‌ফরপুরে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন।

এমনিতে কোনও অশান্তির খবর না পাওয়া গেলেও শিউহরে ভোটার এবং পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন ভোটাররা।

এ দিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে ৪টি কেন্দ্রে ভোট শেষ হবে বেলা ৩টেতে। আর ৮টি কেন্দ্রে তা শেষ হবে বিকেল ৪টেয়। বাকি ৪৩টি কেন্দ্রে অবশ্য ৫টা পর্যন্তই ভোট হবে।

এ দিন ভোট হচ্ছে পশ্চিম চম্পারণ, পুর্ব চম্পারণ, শিউহর, সীতামঢ়ী, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ এবং সিওয়ান জেলায়। এ দিন ভাগ্য নির্ধারণ হবে ৭৭৬ জন প্রার্থীর। ভোট চলছে ১৪১৩৯টি বুথে। এর মধ্যে ৪২৪৬টি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া ৩০৪৩টি বুথ মাওবাদী প্রভাবিত এলাকার মধ্যে পড়েছে। ভোট যাতে সুষ্ঠ ভাবে হয় তার জন্য মোতায়েন করা হয়েছে ১১৬৩ কোম্পানি আধা-সামরিক বাহিনী। নজরদারি চালানোর জন্য আছে পাঁচটি হেলিকপ্টার ও ড্রোন। কিছু কিছু কেন্দ্রে মোটরবোটেও নজরদারি চালানোর ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন।

২০১০ সালের নির্বাচনে এই ৫৫টি ‌আসনের মধ্যে ২৬টি জিতেছিল বিজেপি। ২৪টি জেডিইউ এবং আরজেডি ২টি আসনে জয়ী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bihar election vote 4th phase
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE