Advertisement
E-Paper

এক রাতে ৫০০০ বিয়েবাড়ি, জ্যামে নাভিশ্বাস উঠল দিল্লির

দিল্লি ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার অলোক কুমার বলেন, ‘‘আমাদের হিসাবে সোমবার রাতে ৫০০০ বিয়েবাড়ি ছিল। রাস্তায় অতিরিক্ত ১০০০ কর্মী নামানোর পাশাপাশি আমাদের টুইটার হ্যান্ডলেও নিয়মিত আপডেট দেওয়া হয়েছে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৪:১১
অলঙ্করণ: তিয়াসা দাস

অলঙ্করণ: তিয়াসা দাস

দিনে দূষণ, রাতে জ্যাম। এই সাঁড়াশি আক্রমণেই সোমবার রাতে কার্যত নাভিশ্বাস উঠল রাজধানী দিল্লির। এক রাতে ৫০০০ বিয়ে। এই বিপুল সংখ্যক বিয়েবাড়ির অনুষ্ঠানের অতিথি অভ্যাগতদের যাতায়াতে ব্যাপক যানজটের কবলে পড়ে রাজধানীর রাজপথ। আধ ঘণ্টার রাস্তা যেতে কোথাও দু’ঘণ্টা, কোথাও বা তারও বেশি সময় লেগেছে।

রাস্তায় ১০০০ অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দিল্লি ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার অলোক কুমার বলেন, ‘‘আমাদের হিসাবে সোমবার রাতে ৫০০০ বিয়েবাড়ি ছিল। রাস্তায় অতিরিক্ত ১০০০ কর্মী নামানোর পাশাপাশি আমাদের টুইটার হ্যান্ডলেও নিয়মিত আপডেট দেওয়া হয়েছে।’’

বিয়েবাড়ির হাজার হাজার নিমন্ত্রিত। তার সঙ্গে সেই তালিকায় ছিলেন প্রচুর ভিআইপি-ভিভিআইপি। তাঁদের যাতায়াতের জন্যও যানজট বেড়েছে বলে মনে করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

আরও পড়ুন: টানা ১২ দিন ট্র্যাফিক জ্যাম! শুনেছেন কখনও!​

আরও পড়ুন: আপনারা শুনানির যোগ্য নন, তথ্য ফাঁসে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বলল অলোক-আস্থানা শিবিরকে

আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন

যানজট মোকাবিলায় রাতেও রাস্তায় টহল দিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। যেখানে সেখানে বেআইনি পার্কিং দেখলেই সেগুলি সরিয়ে দিয়েছেন বা গাড়ি তুলে নিয়ে গিয়েছেন। বিশেষ নজর ছিল দক্ষিণ-পূর্ব দিল্লিতে। কারণ রাজধানীর বেশির ভাগ ম্যারেজ হলই ছত্রপুর, মেহরাউলি, এম জি রোড, কাপাশেরা, রাজৌরি গার্ডেন, পাঞ্জাবি বাগ, দ্বারকা লিঙ্ক রোড, আলিপুর লক্ষ্মীনগর এলাকায়।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

Delhi Wedding Traffic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy