এ ভাবেই গাড়ির সামনে চলে এসেছিল সাত বছরের সৌরভ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন দেশের দীর্ঘতম রেল-রোড ব্রিজের। উদ্বোধনের পরই ও ওই ব্রিজের উপরই ঘটেছে দু’টি দুর্ঘটনা। শুক্রবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রাস্তা পার হওয়ার সময় ব্রিজের উপর দুরন্ত গতিতে ছুটে যাওয়া একটি গাড়িতে চাপা পড়েছে একটি ছোট ছেলে।
জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া ওই ছেলেটির নাম সৌরভ মোরান। তার বয়স ৭ বছর। অসমের তিনসুকিয়ার বাঘজানের বাসিন্দা সে।
গাড়িতে চাপা পড়ে গুরুতর আহত হয়েছিল সে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজে। মৃত্যুর সঙ্গে এখন রীতিমতো লড়াই চালাচ্ছে সাত বছরের ছোট্ট সৌরভ।
আরও পড়ুন: ১৬ দিন পরেও মেঘালয়ের কয়লা খনিতে নিখোঁজ ১৫ শ্রমিক, উদ্ধার শুধু তিনটে হেলমেট
উদ্বোধনের পর এই নিয়ে দু’টি দুর্ঘটনা ঘটল বগিবিল ব্রিজে। প্রথম দু্র্ঘটনাটি ঘটেছিল উদ্বোধনের দিনেই। সে দিন দু’টি গাড়ি মুখোমুখি ধাক্কা মেরেছিল একে অপরকে। তারপর ফের ঘটল দুর্ঘটনা।
আরও পড়ুন: জঙ্গি অভিযান ঘিরে ফের উত্তপ্ত কাশ্মীর, সেনার সঙ্গে সংঘর্ষে আহত ১৬
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy