Advertisement
০২ মে ২০২৪

বিহারে মদ নিয়ে ধৃত ৭০ সেনা

রাখি উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন ক্যাপ্টেন সতীশ। কাশ্মীর সীমান্তে মোতায়েন সতীশ ভেবেছিলেন দীর্ঘ দিন পরে বেশ মস্তি হবে। কিন্তু নিজের রাজ্যে আসতেই পুলিশ হাতকড়ি পড়িয়ে দিয়েছে। গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে সতীশকে।

দিবাকর রায়
পটনা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৫
Share: Save:

রাখি উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন ক্যাপ্টেন সতীশ। কাশ্মীর সীমান্তে মোতায়েন সতীশ ভেবেছিলেন দীর্ঘ দিন পরে বেশ মস্তি হবে। কিন্তু নিজের রাজ্যে আসতেই পুলিশ হাতকড়ি পড়িয়ে দিয়েছে। গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে সতীশকে।

শুধু তিনি নন, মদ-নিষিদ্ধ আইনে বিহার পুলিশ ৭০ সেনা অফিসার ও জওয়ানকে গ্রেফতার করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এখন বিহারের বাসিন্দা ও রাজ্যে ভ্রমণকারী জওয়ানদের মদ বহন ও পান করতে নিষেধ করেছে। সমস্ত সেনা ছাউনিতে ওই নোটিস পাঠানো হয়েছে। বিমানবন্দরে মদের বোতল পেলে তা আটক করে ব্যক্তিগত বন্ড লিখিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

মুজফফরপুরের বাসিন্দা ক্যাপ্টেন সতীশ শোনপুর স্টেশনে নেমেছিলেন। সঙ্গে ছিল সেনা ক্যান্টিনে কেনা মদের বোতল। সেই বোতল বাজেয়াপ্ত হয়েছে। মদে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে দানাপুর ক্যান্টনমেন্টের চারটি ক্যান্টিনে মদের লাইসেন্স ছাড়া বাকিগুলির লাইসেন্স বাতিল হয়েছে। দানাপুর ক্যান্টনমেন্টের বিহার-ঝাড়খণ্ড সাব এরিয়া হেড কোয়ার্টারের ক্যান্টিন, বিহার রেজিমেন্টাল সেন্টার ক্যান্টিন, দানাপুর সেনা হাসপাতাল ক্যান্টিন এবং অফিসার মেসেও মদ মিলছে না। অনেকেই বিহার থেকে বদলির আর্জি জানাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Liquor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE