Advertisement
E-Paper

প্রবল বৃষ্টিতে আন্দামানে আটকে ৮০০ পর্যটক, উদ্ধারে নামল সেনা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান৷ যার জেরে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন কম পক্ষে ৮০০ জন পর্যটক৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১১:৪৩

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান৷ যার জেরে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন কম পক্ষে ৮০০ জন পর্যটক৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷ স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তার পরই হ্যাভলক দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে নৌসেনা।

গত তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে আন্দামানে। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে ৪টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হ্যাভলকের দিকে রওনা দিয়েছেl আইএনএস বিত্রা, বঙ্গারাম, কুম্ভীর আর এলসিইউ ৩৮ নামিয়েছে নৌবাহিনী।

দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এই সময়ে আন্দামানে ছুটি কাটাতে আসেন৷ তাঁদের বেশির ভাগই সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে৷

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া ছবি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপ। সেটির অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। এর সঙ্গে ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এই নিম্নচাপের প্রভাবেই রাজ্যে থমকে রয়েছে শীতের আগমন।

আরও পড়ুন:আমাদের কে উদ্ধার করবে? হাল ছেড়ে হোটেলে বসে আছি’

Andaman Heavy Rain 800 Tourists Stranded
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy