Advertisement
E-Paper

CAPF: আধাসামরিক বাহিনীতে শূন্যপদ ৮৪,৪০৫, পরের বছরের মধ্যেই পূরণ হবে, রাজ্যসভায় জানাল সরকার

আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সিএপিএফে শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১১:৩১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) মোট ৮৪ হাজার ৪০৫টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে সিআরপিএফে শূন্যপদের সংখ্যা সর্বাধিক। সিআরপিএফে শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৯৮৫। বুধবার রাজ্যসভায় এই তথ্য জানাল সরকার।

আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সিএপিএফে শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে নিত্যানন্দ জানান, মোট ৮৪ হাজার ৪০৫টি পদ ফাঁকা রয়েছে। সিআরপিএফে শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৯৮৫। বিএসএফে ফাঁকা রয়েছে ১৯ হাজার ২৫৪টি পদ, এসএসবিতে শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৪০২, সিআইএসএফে ১০ হাজার ৯১৮টি পদ খালি। আইটিবিপিতে শূন্যপদ ৩ হাজার ১৮৭টি। অসম রাইফেলসে ফাঁকা রয়েছে ৯ হাজার ৬৫৯টি পদ।

সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, সশস্ত্র সীমা বল (এসএসবি), আইটিবিপি ও অসম রাইফেলসে মোট পদের সংখ্যা ১০ লক্ষ ৫ হাজার ৭৭৯।

crpf BSF Central Government Rajya Sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy