Advertisement
০৭ মে ২০২৪

ভোট পড়ল ৯৯ শতাংশ

তৃণমূলের অধিকাংশ সাংসদ নিজের রাজ্যে ভোট দিয়েছেন। তেমনই বিজেপির মুখ্যমন্ত্রী তথা সাংসদ মনোহর পর্রীকর, যোগী আদিত্যনাথরা নিজের রাজ্যের বিধানসভাতে ভোট দেন। উত্তরপ্রদেশ বিধানসভায় ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও।

রামনাথ কোবিন্দ এবং মীরা কুমার। ছবি: সংগৃহীত

রামনাথ কোবিন্দ এবং মীরা কুমার। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০৩:৫১
Share: Save:

১৪তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল প্রায় ৯৯ শতাংশ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে প্রথম ভোটটি দেন। তারপর একে একে এসে ভোট দিয়ে যান বিভিন্ন দলের সাংসদেরা। রাষ্ট্রপতি নির্বাচনের যুদ্ধে সব মিলিয়ে ভোট দিয়েছেন ৭১৪ জন সাংসদ। অরুণাচলপ্রদেশ, ছত্তীসগঢ়, অসম, বিহার, হরিয়ানা, হিমাচলের মতো রাজ্যগুলিতে একশো শতাংশ ভোট পড়ে। তৃণমূলের অধিকাংশ সাংসদ নিজের রাজ্যে ভোট দিয়েছেন। তেমনই বিজেপির মুখ্যমন্ত্রী তথা সাংসদ মনোহর পর্রীকর, যোগী আদিত্যনাথরা নিজের রাজ্যের বিধানসভাতে ভোট দেন। উত্তরপ্রদেশ বিধানসভায় ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও। আবার দলীয় কাজে দিল্লিতে থাকা বিজেপি সভাপতি তথা গুজরাতের বিধায়ক অমিত শাহ সংসদে ভোট দেওয়ার জন্য বিশেষ অনুমতি নিয়েছিলেন বলে জানিয়েছেন লোকসভার সেক্রেটারি জেনারেল তথা এই নির্বাচনের রিটার্নিং অফিসার অনুপ মিশ্র। তিনি জানিয়েছে, ‘‘আগামী ২০ জুলাই সকাল ১১টা থেকে ভোটের গণনা শুরু হবে। প্রথমে সাংসদদের ও পরে রাজ্যের ভোট গোনা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE