মুখের মাংস খুবলে নিয়েছে পথকুকুর। এমন ভাবে খুবলে নিয়েছে যে, হাড়গোড়ও বেরিয়ে এসেছে! বিহারের পথকুকুরের হামলায় এ ভাবেই বেঘোরে প্রাণ গেল ১৩ বছর বয়সি কিশোরের।
বিহারের সমস্তিপুর জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের বাবা সন্তোষ পাসওয়ান জানিয়েছেন, তাঁরা গ্রামের অনেকের মিলে উপাসনাস্থলে যাচ্ছিলেন। ধীরে ধীরে হাঁটার ফলে খানিক পিছনে পড়ে গিয়েছিল তাঁর ছেলে। সেই সময়েই তার উপর রাস্তার কয়েকটা কুকুর ঝাঁপিয়ে পড়়ে। চিৎকার শুনে গ্রামের লোকেরা যত ক্ষণে ছুটে এসেছিলেন, তত ক্ষণে মার গিয়েছিল তাঁর ছেলে।
ওই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামের রাস্তা অবরোধ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, পুলিশকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু পুলিশ আসতে দেরি করেছে। গ্রামবাসীদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
স্থানীয়েরা জানান, মাসখানেক আগেও একটি মেয়ের মৃত্যু হয় পথকুকুরের হামলায়। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় মেয়েটির। অভিযোগ, ওই ঘটনার পর গ্রামে পথকুকুরদের সংখ্যাবৃদ্ধি নিয়ে বার বার নিয়ে প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।