Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মুরথালের এক ধর্ষিতার অভিযোগ পেল থানা

জাঠ বিক্ষোভের সময় কয়েক জন মহিলাকে গণধর্ষণের খবর বেরিয়েছিল কাগজে। কিন্তু এত দিন পুলিশের কাছে লিখিত কোনও অভিযোগ ছিল না। আদালত নিজে থেকে তদন্তের নির্দেশ দিলেও মিলছিল না তথ্যপ্রমাণ। অনেকে এটা সত্য বলে দাবি করেও পরে বয়ান বদলে ফেলেন।

সংবাদ সংস্থা
সোনীপত শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৩
Share: Save:

জাঠ বিক্ষোভের সময় কয়েক জন মহিলাকে গণধর্ষণের খবর বেরিয়েছিল কাগজে। কিন্তু এত দিন পুলিশের কাছে লিখিত কোনও অভিযোগ ছিল না। আদালত নিজে থেকে তদন্তের নির্দেশ দিলেও মিলছিল না তথ্যপ্রমাণ। অনেকে এটা সত্য বলে দাবি করেও পরে বয়ান বদলে ফেলেন। এ অবস্থায় গত কাল প্রথম এক জন দাবি করেন, তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। এর পরে এগিয়ে এলেন এক মহিলা। জানালেন, গত সপ্তাহে হরিয়ানার মুরথাল গ্রামের কাছে ধর্ষণ করা হয়েছিল তাঁকে। এই ঘটনায় নিজের দেওর-সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ওই মহিলার দাবি, গত ২২ ফেব্রুয়ারি রাতে তিনি একটি গাড়িতে চেপে তিনি হরিদ্বার থেকে দিল্লিতে ফিরছিলেন। পথে মুরথালের কাছে একটি জায়গায় দেওর ও তার ৬ সঙ্গী তাঁকে ধর্ষণ করে। ওই ৬ জনও তাঁর চেনা। গত কাল থানায় ফোন করে এই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। আজ তাঁর বয়ান নথিভুক্ত করে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাদের সন্দেহ, জাঠ আন্দোলন নয়, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। জাঠ আন্দোলনের সময় জনাদশেক মহিলাকে গণধর্ষণের খবরটি সত্য কি না, তা খতিয়ে দেখতে তিন মহিলা পুলিশকর্মীর একটি দল গড়া হয়েছে আদালতের নির্দেশে। তাঁদেরই এক জন জানান, সে রাতে মহিলার সঙ্গে তাঁর ১৫ বছরের মেয়েও ছিল। তার জামাকাপড় ছেঁড়া থাকলেও তাকে ধর্ষণ করা হয়নি বলে জানিয়েছেন নিগৃহীতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

national news gang rape murthal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE