Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Drone

Drone in Jammu: ফের জম্মু সীমান্তে ড্রোন, বিএসএফ গুলি চালাতেই ফিরে গেল পাকিস্তানের দিকে

মঙ্গলবার রাত ১০টা নাগাদ জম্মুর আর্নিয়া সেক্টরের কাছে এই ড্রোন দেখা গিয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ০৯:২৯
Share: Save:

জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ফের ড্রোন উড়তে দেখা গেল। ড্রোন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ানরা। এর পরেই পাকিস্তানের দিকে ফিরে যায় ওই ড্রোনটি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ জম্মুর আর্নিয়া সেক্টরের কাছে এই ড্রোন দেখা গিয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

ড্রোনের এই বিষয়টি নিয়ে এক বিবৃতিতে বিএসএফ বলেছে, ‘১৩ জুলাই রাত ৯টা ৫২ মিনিট নাগাদ আর্নিয়া সেক্টরে আমাদের বাহিনীর জওয়ানরা একটি লাল আলো দেখতে পান। আলোটি কখনও জ্বলছিল, কখনও নিভছিল। তা দেখে জওয়ানরা সেই আলো লক্ষ্য করে গুলি চালান। এর পর সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়। ওই এলাকায় আমরা তল্লাশি চালিয়েছি। কিন্তু এখনও অবধি কিছু পাওয়া যায়নি।’

জুন মাসে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোন বিস্ফোরণে দু’জন জওয়ান আহত হন। এর পর থেকে প্রায় ৬ বার জম্মুর সীমান্তের কাছে ড্রোন উড়তে দেখা গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Drone Jammu International Border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE