চুন্নি প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। তাই চাওয়ায় দিতে পারেননি। সেই নিয়ে বচসার জের ধরে দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের এক সেবাদারকে প্রকাশ্যে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। তিন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। খোঁজ চলছে বাকিদের। এই ঘটনায় দিল্লির সরকারকে তোপ দাগা শুরু করেছে আম আদমি পার্টি (আপ)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যোগেন্দ্র সিংহ (৩৫) উত্তরপ্রদেশের হরদোইয়ের ফতেপুরের বাসিন্দা। প্রায় ১৫ বছর ধরে তিনি কালকাজি মন্দিরে সেবাদারের কাজ করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে স্থানীয়রা ফোন করে মারধরের খবর দেন। পুলিশ গিয়ে গুরুতর জখম অবস্থায় যোগেন্দ্রকে উদ্ধার করে দিল্লি এমস-এ নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। উপস্থিত লোকজনই ঘটনাস্থলে ধরে রেখেছিলেন অতুল পাণ্ডে (৩০) নামে এক অভিযুক্তকে। পুলিশ তাকে গ্রেফতার করে। আদতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা অতুল দিল্লির দক্ষিণপুরীতে থাকছিল। আজ আরও দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)