মাঝের ব্যবধানটা কয়েক সপ্তাহের। ফের দেশের বাণিজ্য-নগরী মুম্বইয়ে জারি হল ‘রেড অ্যালার্ট’। সোমবার ভোর থেকে মুম্বইয়ে অতিভারী বৃষ্টির জেরে এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত যান চলাচলও। অন্য দিকে, অতিভারী বৃষ্টির কারণে জলমগ্ন তেলঙ্গানার হায়দরাবাদের বহু এলাকা। শহরের আফজ়ল সাগর এলাকায় নালার জলের তোড়ে দুই যুবক ভেসে গিয়েছেন বলেও জানা গিয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।
রবিবার রাত থেকে ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের পুণে শহরের বিভিন্ন এলাকা সোমবার ছিল জলমগ্ন। তবে সামান্য হলেও বৃষ্টির দাপট কমেছে ঠানে, রায়গড়ের মতো এলাকায়। ফলে ওই দুই জায়গায় ‘রেড অ্যালার্ট’ থেকে এক ধাপ নেমে আপাতত জারি রয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। বৃষ্টির দাপট কমেছে পালঘর, রত্নগিরি, আহমেদনগরেও। দাপট কমলেও, এ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে— এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টিতে সড়ক সফর এড়িয়ে গন্তব্যে পৌঁছতে সোমবার মোনোরেলকেই বেছে নিয়েছিলেন মুম্বইয়ের অনেকে। কিন্তু তাতেও ভোগান্তির মুখে পড়তে হয় তাঁদের। যান্ত্রিক সমস্যার কারণে মুম্বইয়ের ওয়াডালা এলাকায় থমকে যায় মোনোরেল। পরে চেম্বুর থেকে বিকল্প রেক এনে যাত্রীদের গন্তব্যে পৌঁছনো হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। মুম্বইয়ের মোনোরেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণেই এমন বিপত্তি।
এ দিকে, রবিবার থেকে টানা বৃষ্টিতে জলে ডুবেছে হায়দরাবাদও। রাস্তার উপর দিয়ে যে তোড়ে বয়ে চলেছে জলস্রোত, তাতে সেটি আদতে রাস্তা না কি নদী— বুঝে ওঠা কঠিন! এমন একাধিক ভিডিয়োও সমাজমাধ্যমে ভাইরাল। তার মধ্যে একটিতে দেখা গিয়েছে, মোটরবাইক সমেত এক ব্যক্তি রাস্তায় ভেসে যাচ্ছেন। রাস্তার পাশে দাঁড়ানো এক যুবকের তৎপরতায় ওই ব্যক্তি রক্ষা পেলেও, ভেসে যায় মোটরবাইকটি। আবার হায়দরাবাদের আফজ়ল সাগর এলাকায় একটি নালায় জলে তোড়ে দুই যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
অন্য দিকে, বাবার চিতাভস্ম হরিদ্বারে বিসর্জন দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের সাত জনের। কয়েক দিনের বৃষ্টিতে আন্ডারপাসে জমেছিল জল। রবিবার ভোরে রাজস্থানের জয়পুরের রিং রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই জলমগ্ন আন্ডারপাসে পড়ে গেলে মৃত্যু হয় তাঁদের। যার মধ্যে দু’টি শিশুও রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গাড়ির চালক কোনও ভাবে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে ১৬ ফুট গভীর আন্ডারপাসে পড়ে যায়। পুলিশের অনুমান, রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)