Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

১৫ ফুটের কিং কোবরাকে ধরে কী করা হল দেখুন, ভাইরাল পোস্ট

এক ব্যক্তি সেই সাপটিকে ধরে রেখেছেন। এমনকি তাঁর পায়ের সামনেও ফনা তুলে থাকতে দেখা যাচ্ছে সাপটিকে।

সংবাদ সংস্থা
চেন্নাই ১২ জুলাই ২০২০ ১৬:৫২
কিং কোবরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

কিং কোবরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

তামিল নাড়ুর কোয়মবত্তুরে ধরা পড়ল এক ১৫ ফুটের কিং কোবরা। এক সংবাদ সংস্থার টুটার হ্যান্ডলে তার চারটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সেই সাপটিকে ধরে রেখেছেন। এমনকি তাঁর পায়ের সামনেও ফনা তুলে থাকতে দেখা যাচ্ছে সাপটিকে। এত বড় একটি সাপের ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।

সংবাদ সংস্থা এএনআই ছবিগুলি টুইট করেছে। সেই সঙ্গে জানানো হয়েছে, কোয়মবত্তুরে নরসিপুরম নামে এক গ্রামে এই সাপটি উদ্ধার হয়। সম্ভবত সাপটি দেখতে পাওয়ার পরই গ্রামবাসীরা বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন।

শনিবারই সাপটি উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে, সেই সঙ্গে চারটি ছবি পোস্ট হয়েছে টুইটারে। এএনআই জানিয়েছে, সাপটিকে উদ্ধার করে সিরুভানির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে সাপটিকে সরু এক রাস্তার উপর ছেড়ে দেওয়া হচ্ছে, যার দু’ পাশেই জঙ্গল। ছাড়া পেয়েই সাপটি সাপটি যেন নিজের বাসস্থান খুঁজে নিতে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে।

Advertisement

আরও পড়ুন

Advertisement