Advertisement
E-Paper

আবার ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান, গুজরাতের পর এ বার রাজস্থানে! মৃত্যু দুই পাইলটের

বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই শহরের কাছে একটি গ্রামের মাঠে বিমানটি ভেঙে পড়ে বলেই খবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৪:০৯
A Jaguar fighter aircraft of the Indian Air Force has crashed near Churu district of Rajasthan

রাজস্থানের গ্রামে ভেঙে পড়ল ভারতীয় সেনার যুদ্ধবিমান। ছবি: এক্স (সাবেক টুইটার)।

আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই শহরের কাছেই ভানুদা গ্রাম। সেই গ্রামের একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে।

গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখা যায়, মাঠে একটি বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।

ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং পুলিশ। হতাহতের খবর প্রথম দিকে নিশ্চিত করা যায়নি। জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার। স্থানীয় থানার আধিকারিক রাজলদেশর কমলেশ জানান, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে।

পরে বায়ুসেনার তরফে দুই পাইলটের মৃত্যুর খবর জানানো হয়। দুর্ঘটনায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলে বায়ুসেনা জানায়। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে বাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করা হবে বলেও জানিয়েছে বায়ুসেনা।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত এপ্রিলে গুজরাতের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। তার আগে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট।

জাগুয়ার হল দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনা অনেক দিন ধরেই এই বিমান ব্যবহার করছে। প্রয়োজন অনুসারে জাগুয়ার বিমানের সংস্কারও করা হয়। এখন ভারতীয় সেনার ভান্ডারে প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে।

Plane Crash Fighter Jet Rajasthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy