Advertisement
২০ এপ্রিল ২০২৪
Journalist

বিহারের পর মধ্যপ্রদেশ, ফের খুন সাংবাদিক

বাইকে চালিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন সন্দীপ শর্মা নামে ওই সাংবাদিক। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে পিষে দেয় তাঁকে। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সন্দীপ শর্মা।

সন্দীপ শর্মা।

সংবাদ সংস্থা
ভোপাল ও পটনা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ১৮:২৩
Share: Save:

ফের দুষ্কৃতীদের নিশানায় সাংবাদিক। বিহারের পর এ বার মধ্যপ্রদেশেও গাড়িতে পিষে অস্বাভাবিক মৃত্যু হল এক সাংবাদিকের। অনেকেই মনে করছেন, খবর করার জেরে সন্দীপ শর্মা নামে সর্বভারতীয় একটি চ্যানেলের ওই সাংবাদিককে খুন হতে হয়েছে।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়। বাইকে চালিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন সন্দীপ শর্মা নামে ওই সাংবাদিক। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে পিষে দেয় তাঁকে। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

বছর পঁয়ত্রিশের সন্দীপ মূলত তদন্তমূলক খবর করতেন তিনি। কিছু দিন আগে বেআইনি বালি খাদান নিয়ে খবর করেছিলেন তিনি। তার পরেই বালি মাফিয়াদের ‘টার্গেট’ হয়ে যান। ফোনে বেশ কয়েক বার প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন। এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন সন্দীপ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই বালি মাফিয়ারাই খুন করেছে সন্দীপকে।

ভিন্দের পুলিশ সুপার প্রশান্ত খারে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনা ঘটল, সে বিষয় কোনও সূত্র পাওয়া যায়নি। সন্দীপের স্ত্রী এবং ১৪ এবং ১৫ বছরের দুই সন্তান রয়েছে। নিহত সাংবাদিকের ভাই সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৪ সালে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: তথ্য পাচার! টুইটারে ধুন্ধুমার শাসক-বিরোধীর, অ্যাপ সরিয়ে নিল কংগ্রেস

রবিবারই বিহারের আরা জেলায় গাড়ির ধাক্কা দিয়ে দুই সাংবাদিককে খুন করার অভিযোগ উঠেছে এক প্রাক্তন গ্রাম প্রধানের বিরুদ্ধে। গরহনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ হারসু এক হিন্দি সংবাদপত্রের সাংবাদিক নবীন কুমারকে দীর্ঘ দিন ধরেই হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। গত কাল নবীনের বাইককে হারসুর গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীনের। পরে হাসপাতালে মারা যান নবীনের সঙ্গী অন্য একটি পত্রিকার সাংবাদিক দীনেশ সিংহ।

সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিক খুনের ঘটনা এই প্রথম নয়। গত বছর সেপ্টেম্বরে প্রখ্যাত সাংবাদিক এবং লঙ্কেশ পত্রিকার সম্পাদক গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বেঙ্গালুরুর রাজরাজেশ্বরীনগরে গৌরী লঙ্কেশের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করা হয়।

আরও পড়ুন: ছাত্র এক! সাপ-ভরা গ্রামে পড়াতে যান রজনী

এর পর ত্রিপুরাতে কয়েক মাসের ব্যবধানে খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছিলেন শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক নামে দুই সংবাদিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE