‘পশ্চিমি প্রভাব’ ঠেকাতে ১৮-২০ বছরের কম বয়সি কিশোর-কিশোরী সবারইহাফ প্যান্ট পরা এবং স্মার্টফোনব্যবহার নিষিদ্ধ করে একগুচ্ছ ফরমান জারি করল উত্তরপ্রদেশের বাঘপত জেলার একটি খাপ পঞ্চায়েত। তাতে আরও বলা হয়েছে, বিয়েতে প্রচুর লোক নিমন্ত্রণ বা বেশি খরচ যেন না করা হয়। বলা হয়েছেঅনুষ্ঠান ভবন ভাড়া না করে বাড়িতেই বিয়ে করতে। কার্ড না ছাপিয়ে ওয়টস্যাপে আমন্ত্রণপত্র পাঠাতে। ‘সমাজ ও সংস্কৃতি’র স্বার্থে এই ফরমান, দাবি খাপ পঞ্চায়েতের। থাম্বা দেশ খাপ চৌধুরী ব্রজপাল সিংহ বলেছেন, “সমাজের সিদ্ধান্তই সবার উপরে। ছোটদের সঠিক শিক্ষা এবং নির্দেশনা পেতে বড়দেরসঙ্গে সময় কাটানো প্রয়োজন।” রাজস্থানের জালোর জেলারএকটি খাপ পঞ্চায়েত সম্প্রতি অল্পবয়সি মেয়েদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল। তা অত্যন্ত প্রশংসাযোগ্য, বলেছেন ব্রজপাল। বিতর্কের মুখে অবশ্য রাজস্থানেরখাপ পঞ্চায়েত পরে ফরমানটি প্রত্যাহার করেছে। ব্রজপাল জানিয়েছেন, তাঁদের ফরমান যাতে রাজ্য জুড়ে কার্যকর হয় সে জন্য অন্যান্য খাপ পঞ্চায়েত এবং সামাজিক সম্প্রদায়ের মাথাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)