Advertisement
১৬ অক্টোবর ২০২৪
Lashkar-e-Taiba

Lashkar-e-Taiba: জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় বারামুলায়, এক লস্কর জঙ্গি নিহত, উদ্ধার অস্ত্রশস্ত্র

শনিবার বারামুলার বিন্নার এলাকায় তল্লাশি চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। তাতে মৃত্যু হয় এক জঙ্গির।

নিরাপত্তা বাহিনীর অভিযান বারামুলায়।

নিরাপত্তা বাহিনীর অভিযান বারামুলায়। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৫:১৩
Share: Save:

নিরাপত্তা বাহিনীর গুলিতে জম্মু-কাশ্মীরের বারামুলায় নিহত হল এক লস্কর জঙ্গি। নিহত জঙ্গি স্থানীয় বলে জানা গিয়েছে। শনিবার তল্লাশি অভিযান চলাকালীন গুলি বিনিময় শুরু হয় দু’পক্ষের মধ্যে। তার জেরে মৃত্যু হয় ওই জঙ্গির।

কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বারামুলার বিন্নার এলাকায় তল্লাশি শুরু হয়েছিল। নিরাপত্তা বাহিনীর দাবি, ওই এলাকায় জঙ্গিরা রয়েছে এই খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু হয়। বাহিনীকে দেখে জঙ্গিরা গুলি ছোড়ে। এর পর দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায়। দু’পক্ষের লড়াই চলে রবিবার পর্যন্ত। তার জেরে এক জঙ্গি নিহত হয়। জানা গিয়েছে নিহতের নাম ইরশাদ আহমেদ ভাট। ইরশাদ বারামুলার পত্তন এলাকার বাসিন্দা।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহতের থেকে একটি একে সিরিজের রাইফেল, দু’টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড বুলেট পাওয়া গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Lashkar-e-Taiba Encounter militant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE