বাবা, মা এবং বোনকে খুন করে বাড়িতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিজয়নগরে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে কী কারণে পরিবারের তিন সদস্যকে খুন করলেন, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক অক্ষয় কুমার চিত্রদূর্গ জেলার হোসাদূর্গর দোদ্দাকিত্তদাহল্লি গ্রামের বাসিন্দা। তবে গত কয়েক বছর বাবা ভীমরাজ, মা জয়লক্ষ্মী এবং বোন অমৃতাকে কোট্টুরে একটি বাড়িতে ভা়ড়া থাকতেন। গত ২৭ জানুয়ারি সেই বাড়িতেই খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুন করার পর অক্ষয় বেঙ্গালুরু চলে যান। যাওয়ার আগে তিলক নগর থানায় বাবা, মা এবং বোনের নাম নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের কাছে তিনি দাবি করেন, পরিবারের তিন জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:
তবে অক্ষয়ের বয়ানে সন্দেহ হয় তদন্তকারীদের। লাগাতার অক্ষয়কে জেরার মুখে ভেঙে পড়েন। স্বীকার করেন খুনের কথা। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ, তার অনুসন্ধান চলছে। তবে এখনও তিনটি দেহ উদ্ধার হয়নি। কোথায় পুঁতেছেন, তা খোঁজা হচ্ছে।