প্রাক্তন স্ত্রী এবং তাঁর স্বামীকে খুন করার জন্য চার জন ভাড়াটে ‘খুনি’র সঙ্গে যোগাযোগ করেছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। যদিও খুনের বরাত মোতাবেক অগ্রিম টাকা দিতে ভাড়াটে ‘খুনি’দের সঙ্গে বচসা বাধে তাঁর। রাগে ওই ব্যক্তির পুত্রকেই খুন করে ভাড়াটে ‘খুনি’রা! অভিযোগ এমনই।
লখনৌয়ের বাসিন্দা অঞ্জনি সাহুর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই চার অভিযুক্ত শিবম রাওয়ত, আশিস কুমার, আমির আলি এহং শিব রাওয়তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরিটিও। জেরায় অভিযুক্তেরা খুনের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন অঞ্জনির পরিকল্পনার কথাও। পুলিশ জানতে পেরেছে, স্ত্রী শান্তি সঙ্গে অঞ্জনির বিচ্ছেদ হয়েছে বছরখানেক। বর্তমানে অঞ্জনি আবার বিয়ে করেছেন। অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও শান্তিকে মাঝেমধ্যেই বিরক্ত করতেন অঞ্জনি। সম্প্রতি, দু’জনের মধ্যে অশান্তিও হয়। তখনই শান্তি এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্বামীকে খুন করার পরিকল্পনা করেন ওই যুবক।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অঞ্জনির সঙ্গে তাঁর মাকে খুন করার পরিকল্পনায় ছিলেন পুত্র বিনায়কও। ধৃতদের সঙ্গে মোটা টাকার রফা হয়। ধৃতেরা জানিয়েছেন, অঞ্জনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ মিটলে আমির এবং আশিসকে একটি অটো এবং বাকি দু’জনকে আড়াই লক্ষ টাকা দেবেন। গত ৫ মার্চ অভিযুক্তদের সঙ্গে সাক্ষাতের সময় অগ্রিম নিয়ে বচসা হয় বাবা-পুত্রের। বচসার মাঝেই অভিযুক্তদের খুনের হুমকি দেন বিনায়ক। রাগে বিনায়কের ঘাড়ে ছুরির কোপ বসান শিবমরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিনায়কের। পুত্রের মৃত্যুর ঘটনায় থানায় চার জনের নামে অভিযোগ দায়ের করে অঞ্জনি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।