এক বহুতলের ৩০ তলা থেকে কিশোরীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। মুম্বইয়ের ওই ঘটনায় ইতিমধ্যে ওই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রে খবর, নিহত কিশোরীর বয়স ১৫ বছর। অভিযুক্তের বয়স ১৬ বছর।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই কিশোর এবং কিশোরী আগে একই স্কুলে পড়ত। সম্প্রতি কোনও একটি বিষয়ে দু’জনের মধ্যে ঝামেলা বেধে যায়। তার জেরেও ওই কিশোর তাঁর প্রাক্তন স্কুলসঙ্গীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। যদিও অভিযুক্ত কিশোরের দাবি, ওই কিশোরী পড়াশোনা নিয়ে মানসিক চাপে ছিল। তাই ওই কিশোরীর মন হালকা করার চেষ্টা করছিল সে। সেই সময়েই এই ঘটনা ঘটে যায় বলে দাবি কিশোরের।
মুম্বই পুলিশ সূত্রে খবর, ওই বহুতল আবাসনেই দু’জনে থাকত। গত ২৪ জুন সন্ধ্যায় ৬টা নাগাদ আবাসনের ৩০ তলায় দেখা করে তারা। সেখানে একটি ব্যালকনি থেকে কিশোরী নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ ইতিমধ্যে ওই আবাসনের সিসি ক্যামেরা খতিয়ে দেখেছে। কিশোরী যে ভাবে নীচে গিয়ে পড়েছে, তাতে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর মেলেনি।
আরও পড়ুন:
আবাসনের অন্য বাসিন্দা এবং দুই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কিশোরীর পরিবারের দাবি, তাঁদের সন্তান পড়াশোনায় ভালই ছিল। পড়াশোনা নিয়ে ওই কিশোরী কোনও মানসিক চাপে ছিল না বলেই দাবি নিহতের পরিবারের। তাঁদের সন্দেহ, ওই কিশোরই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই নাবালকের বিরুদ্ধে একটি এফআইআর রুজু করেছে পুলিশ।