এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল এক সাধুর বিরুদ্ধে। কর্নাটকের বেলগামের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাড়িতে পৌঁছে দেওয়ার নামে নিজের গাড়িতে কিশোরীকে তোলেন ওই সাধু। তার পর বাড়িতে পৌঁছে না দিয়ে বাগালকোটের একটি লজে নিয়ে যান। সেখানে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তার পর সেখান থেকে রায়চূড়ে একটি জায়গায় নিয়ে যান। সেখানেও কিশোরীকে ধর্ষণ করেন ওই সাধু। তার পর কিশোরীকে মহালিঙ্গপুর বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন:
বেলাগাভির পুলিশ সুপার ভীমশঙ্কর এস গুলেদ বলেন, ‘‘এক সাধুর বিরুদ্ধে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।’’ পুলিশ সূত্রে খবর, কিশোরী বাড়ি ফিরে গোটা ঘটনাটি তার পরিবারকে জানায়। তার পরই তারা পুলিশের দ্বারস্থ হয়।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই সাধুর খোঁজে তল্লাশি শুরু হয়। যে জায়গায় কিশোরীকে নিয়ে গিয়েছিল বলে অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই সব জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।